শিখি মজার রান্না – সুইট টোস্ট


শিখি মজার রান্না – সুইট টোস্ট 

 

যা যা লাগবে: ১/২ প্যাকেট পাউরুটি, ২টি ডিম, চিনি ২/৩ চামচ, গুড়া দুধ ৩/৪ চামচ, ও তেল।

আরও পড়ুন  আলু পরোটা

যেভাবে তৈরি করবেন: 

১। পাউরুটিগুলো প্যাকেট থেকে খুলে রাখুন ।

২। ডিম ভেঙে ফেটিয়ে নিন ও তাতে চিনি ও দুধ দিয়ে ভালভাবে নাড়ুন।

৩। এরপর পাউরুটিগুলো এক এক করে ডিম, দুধ, চিনির মিশ্রণে ভিজিয়ে কড়াইয়ের গরম তেলে ছাড়ুন।

৪। পাউরুটিগুলো কড়াইয়ে কয়েকবার উলটে-পালটে দিন।

৫। হাল্কা লাল হয়ে আসলে নামিয়ে পরিবেশন করুন । বিকেলের বা সকালের নাস্তা হিসেবে সুইট টোস্ট এর তুলনা নেই।

আরও পড়ুন  টমেটোর সূপ

আরও পড়ুন  ফ্রেঞ্চ ফ্রাই

লেখক/অবদানকারী: অবদানকারী পৃষ্ঠাটি পড়ুন 
বিজ্ঞাপন 

আমাদের ফেসবুক পেজ – @NURStudioBD

আমাদের লাইফস্টাইল বিষয়ক ইউটিউব চ্যানেল AUHStyle 

আমাদের ইউটিউব চ্যানেল – @Cooking,Health,&Beauty 

লেখাটি আপনি ভিডিও আকারে দেখতে পারেন – সুইট টোস্ট

আরও একটি সম্পর্কিত পোস্ট পড়ুন  ফ্রেঞ্চ টোস্ট

আরও একটি সম্পর্কিত পোস্ট পড়ুন  সেরা স্বাদের ফ্রেঞ্চ টোস্ট