পুঁই শাক পাতার ডিপ ফ্রাই


পুঁই শাক পাতার ডিপ ফ্রাই

Basella Deep fry

পুঁই শাক আমাদের অনেকেরই প্রিয় সবজি। এ প্রিয় শাকের ভাজি, মাছের চচ্চড়ি, পুঁই কুমড়োর ডাল, মাছের মাথা দিয়ে পুঁই শাক ইত্যাদি নানা ধরনের রেসিপি আমরা তৈরি করে থাকি। আজ পুঁই শাকের এমন একটি রেসিপি সম্পর্কে জানবো যা কিনা শুধু গরম ভাত নয়, বিকালের নাস্তা বা পোলাও খিচুরির স্টাটার হিসেবেও আপ্যায়ন করা যায়। চলুন ঝটপট রেসিপিটা জেনে নেই।

আরও পড়ুন পাঁচমিশালি শাকের চপ 

যা যা লাগবে: 

Ingredients for deep frying of Basella leaves

পুঁই শাকের পাতা ১৮/২০, চালের গুড়া ১/২ কাপ, মরিচগুড়ো ১চা চামচ, হলুদগুড়ো ১/২ চা চামচ, লবণ ও তেল পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন:

১) প্রথমে পুঁই শাকের ডাটা থেকে পাতাগুলো আলাদা করে ধুয়ে পানি ঝড়িয়ে নিন। 

আরও পড়ুন পালং শাক দিয়ে চিংড়ি রান্না 

২) এবার একটি বাটি বা বোলে চালের গুড়া, মরিচ ও হলুদগুড়ো এবং পরিমাণমতো পানি ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। 

৩) খেয়াল রাখবেন মিশ্রণটা বেশি পাতলা যেনো না হয়।

৪) এরপর একটি কড়াইয়ে পরিমাণমতো তেল ঢেলে ভালো মতো গরম করে নিন।

৫) এখন একটি একটি করে পুঁইপাতা মশলার মিশ্রণটিতে ভালো করে ডুবিয়ে গরম ডুবো তেলে ছেড়ে দিন। 

আরও পড়ুন পালং ভুনা খিচুরি রান্না 

৬) ৭/৮ মিনিটে পাতাগুলো উলট-পালট করে ভেজে মশলার রং হলুদ থেকে লাল বর্ণের হয়ে আসলে তেল ঝড়িয়ে নামিয়ে পরিবেশন করুন। 

Basella leaves Deep fry
লেখক/অবদানকারী: অবদানকারী পৃষ্ঠাটি পড়ুন 
বিজ্ঞাপন

আমাদের ফেসবুক পেজ @NURStudioBD
আমাদের ইউটিউব চ্যানেল @Cooking,Health,&Beauty
ইংরেজি ভাষায় আমাদের লাইফস্টাইল ব্লগটি ঘুরে আসুন Ah!Story – It’s A Coeval Lifestyle
আরও একটি সম্পর্কিত পোস্ট পড়ুন পুঁই শাক ভাজা