NurStudio

রন্ধন~সুস্থতা~সুন্দরতা~জীবন-বৈচিত্র্য

Bangla recipe, চপ, বাংলা রেসিপি, ভর্তা-ভাজি, শাকের চপ, সকল রেসিপি

শিখি মজার রান্না – পাঁচমিশালি শাকের চপ


পাঁচমিশালি শাকের চপ 

 

যা যা লাগবে:

পাঁচমিশালি শাক হাফ কেজি, পেঁয়াজ ২টি, কাঁচামরিচ ৩/৪টি, হলুদ ও মরিচ গুড়া ১ চামচ, আদা ও জিরা বাটা বা গুড়া, ধনেপাতা, পুদিনাপাতা, বেসন ২০০গ্রাম, বিটলবণ, লবণ ও তেল পরিমাণমত। 

যেভাবে তৈরি করবেন:

১) পাঁচমিশালি শাক ধুয়ে পানি ঝড়িয়ে নিন এরপর কুচি কুচি করে টুকরা করে নিন।
২) শাকের সাথে সব মসলা, পেঁয়াজকুচি, ধনেপাতা, বেসন ও লবণ দিয়ে ভালভাবে মাখিয়ে রেখে দিন।
৩) প্যানে/কড়াইয়ে তেল দিয়ে ভাল করে গরম করার পর মাখিয়ে রাখা শাকগুলি হাত দিয়ে অল্প করে চপের আকারে বানিয়ে ‍ডুবো তেলে একটি করে দিয়ে ভাজুন।

৪) মাঝে মাঝে চপ উল্টিয়ে দিন এবং হাল্কা লাল হয়ে আসলে নামিয়ে ফেলুন এবং বাকীগুলো একইভাবে ভেজে ফেলুন।
৫) ভাজা শেষ হলে সালাদ, সস, চাটনি সাথে গরম গরম পরিবেশন করুন।
বিজ্ঞাপন

আমাদের ফেসবুক পেজ @NURStudioBD

আমাদের ইউটিউব চ্যানেল @Cooking,Health,&Beauty

লেখাটি আপনি ভিডিও আকারে দেখতে পারেন – পাঁচমিশালি শাকের চপ

আরও একটি সম্পর্কিত পোস্ট পড়ুন শাকের মুচমুচে চিজি চপ
আরও একটি সম্পর্কিত পোস্ট পড়ুন মচমচে কলমি শাকের চপ