কাঁচা আমের জুস


কাঁচা আমের জুস তৈরির পদ্ধতি 

যা যা লাগবে:

কাঁচা আম মাঝারি সাইজ ২টি, চিনি ৭/৮ চামচ, কাঁচামরিচ ১টি, গোল মরিচ গুড়ো ১ চামচ, বিট লবণ, লবণ ও পানি পরিমাণ মত।

আরও পড়ুন আনারসের জুস তৈরির রেসিপি

যেভাবে তৈরি করবেন:

১) আমগুলি ধুয়ে নিন, এরপর আমের উপরের খোসা ছিলে কুচি কুচি করে কেটে নিন।

২) কুচি কুচি করে কাটা আম, কাঁচামরিচ, গোলমরিচ, চিনি, বিট লবণ, লবণ, ও পানি বা ফ্রিজের ঠান্ডা পানি পরিমাণমত ব্লেন্ডারে দিয়ে দিন।

৩) এরপর ব্লেন্ড করা আমের জুস গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

৪) জুস পরিবেশনের সময় বরফ কুচি/টুকরা দিয়ে দিতে পারেন। 
সাবধানতা: কাঁচা আমে কস বেশি থাকে, আমের কস শরীলে লাগলে ঘা বা এলার্জি হতে পারে তাই সাবধানে কাটবেন। 
প্রচন্ড গরমে, ব্যায়াম করার পর অথবা অনেক হাঁটাহাঁটি করার পর, রোজায় ইফতারে, ও যেকোন সময় ক্লান্তি বোধ হলে, কাঁচা আমের আমের জুস তৈরি করে পান করুন। শরীরের ক্লান্তি দূর হবে, শরীর সুস্থ্য রাখতে সাহায্য করবে সেই সাথে শরীরের পানির অভাব দূর করবে। আমাদের শহরের রাস্তায় বিভিন্ন রকমের জুস বিক্রি হয়, সেগুলো দেখতে মুখরোচক হলেও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই বাড়িতে তৈরি করে খাওয়াই ভালো। 
সুস্থ্য থাকুন, নিজে স্বাস্থ্যসম্মত খাবার খান ও পরিবারকে খাওয়ান এবং অন্যদেরকেও উৎসাহিত করুন।

আরও পড়ুন তরমুজের জুস তৈরির পদ্ধতি 

বিজ্ঞাপন

আমাদের ফেসবুক পেজ @NURStudioBD 

আমাদের ইউটিউব চ্যানেল @Cooking,Health,&Beauty

আরও একটি সম্পর্কিত পোস্ট পড়ুন কাঁচা আমের শরবত
আরও একটি সম্পর্কিত পোস্ট পড়ুন জিভে জল আনা কাঁচা আমের শরবত