নিজেই তৈরি করুন – পাকা আমের জুস ও মিল্ক-শেক


পাকা আমের জুস ও মিল্ক-শেক 

পাকা আমের জুস

যা যা লাগবে:

আম ৩/৪টি বা হাফ কেজি, চিনি ৫/৬ চামচ বা চিনির সিরাপ ২/৩ চামচ, লেবুর রস ১ চামচ, লবণ বা বিট লবণ ২/৩ চিমটি, ঠান্ডা পানি পরিমাণ মত। 
যেভাবে তৈরি করবেন:

১) আমগুলিকে ধুয়ে খোসা ছিলে টুকরা করে রাখুন।

২) আমের সাথে, চিনি বা চিনির সিরাপ, লেবুর রস, লবন, বিট লবন ও পানি মিশিয়ে ব্লেন্ড করে নিন।

৩) ব্লেন্ডার করার পর যদি আঁশ থাকে ছেঁকে নিন, তৈরি হয়ে গেল আমের জুস, এরপর গ্লাসে জুস ঢেলে পরিবেশন করুন। (বরফ টুকরা মিশিয়ে নিতে পারেন) 

পাকা আমের মিল্ক শেক

যা যা লাগবে:

পাকা আম ৫০০গ্রাম বা ২/৩ টি, কাপ আইসক্রিম ২/৩টি, দুধ আইসক্রিমের দ্বিগুণ, মধু ১/২ চামচ, চিনি ৩/৪ চামচ ও বরফ বা ঠান্ডা পানি পরিমাণ মত।

কিভাবে তৈরি করবেন:

১) আম ভাল করে ‍ধুয়ে নিবেন, এরপর খোসা ছিলে ছোট করে টুকরা করে নিন।

২) এবার ব্লেন্ডারে আমের সাথে আইসক্রিম, মধু (মধুর পরিবর্তে চিনি দিতে পারেন), দুধ, ঠান্ডা পানি সব মিশিয়ে ব্লেন্ড করে নিন। বরফের টুকরা মিশিয়ে নিতে পারেন।

৩) তৈরি হয়ে গেল পাকা আমের মিল্ক শেক । এবার গ্লাসে ঢেলে পরিবেশন করুন। 

আরও পড়ুন তরমুজের জুস
লেখক/অবদানকারী: অবদানকারী পৃষ্ঠাটি পড়ুন

বিজ্ঞাপন

আমাদের ফেসবুক পেজ @NURStudioBD
 
আমাদের ইউটিউব চ্যানেল @Cooking,Health,&Beauty

আরও একটি সম্পর্কিত পোস্ট পড়ুন পাকা আমের ম্যাংগো মিল্ক শেক
আরও একটি সম্পর্কিত পোস্ট পড়ুন পাকা আমের জুস