NurStudio

রন্ধন~সুস্থতা~সুন্দরতা~জীবন-বৈচিত্র্য

Hair Care, Hair Growth, চুলের যত্ন, চুলের যত্নে পেঁয়াজ, সৌন্দর্য চর্চা

চুলের যত্নে পেঁয়াজ এবং তার ব্যবহার বিধি



চুলের যত্নে পেঁয়াজ

চুলের যত্নে পেঁয়াজ এবং তার ব্যবহার বিধি

চুল দেহ ও সৌন্দর্যের গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা সবাই কমবেশি ত্বকের যত্ন করে থাকি। চুলের যত্ন যদি সঠিকভাবে করা না হয় তাহলে এক সময় দেখা যায়, চুল পড়া, চুল ফেটে যাওয়া, খুসকি এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা হয়। তখন চুল নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। এসব সমস্যা থেকে চুল রক্ষার সম্পূর্ণ প্রাকৃতিক একটি সমাধান হল পেঁয়াজ।

আরও পড়ুন টমেটো দিয়ে রুপচর্চা

উপকারিতা:

চুলের গোড়া শক্ত করে ও দ্রুত বৃদ্ধি করে, চুলের স্বাস্থ্য ঠিক রাখে, অকালে চুল পাকা বন্ধ করে, চুল কালো করে, নতুন চুল গজায়, চুলের খুসকি কমায়, চুলের আগা ফেটে যাওয়া কমায়।

চুলের প্যাক তৈরির প্রথম পদ্ধতি:

১) প্রথমে পেঁয়াজের উপরের শুকনো খোসা তুলে ফেলে ধুয়ে কুচি কুচি করে কেটে নিন।

২) এরপর শিল-পাটায় পিষে নিন অথবা ব্লেন্ডার করে নিতে পারেন, ব্লেন্ডার/পিষতে সময় পানি দিবেন না।

আরও পড়ুন টমেটোর স্যূপ তৈরির রেসিপি

৩) ব্লেন্ড করার পর তেমন একটা আঁশ থাকে না, যদি আঁশ থাকে তা ছাকনি দিয়ে ছেকে রস বের করে নিন, বাড়তি আঁশটুকু ফেলে দিন।

৪) এরপর রস মাথার চামড়ায় লাগাবেন, চুলে লাগানোর প্রয়োজন নেই। লাগানোর পর ৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন।

কুচি পেঁয়াজ, বাটা পেঁয়াজ
কুচি পেঁয়াজ, বাটা পেঁয়াজ

চুলের প্যাক তৈরির দ্বিতীয় পদ্ধতি:

১) প্রথমে পেঁয়াজের উপরে শুকনা খোসা তুলে ফেলে ধুয়ে কুচি কুচি করে কেটে নিন।

২) কুচি করা পেঁয়াজ তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে ৫/৬মিনিট সিদ্ধ করে, তা ঠান্ডা করে, পেঁয়াজ গুলো ছেকে রস বের করে রাখুন।

৩)এরপর মাথার চামড়ায় লাগিয়ে ৩০মিনিটের মত রেখে দিন, ৩০মিনিট পর পানি দিয়ে ভাল করে ধুয়ে নিয়ে চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। নিজে একা লাগাতে না পারলে অন্যের সাহায্য নিন।

চুলকে সুস্থ ও সুন্দর রাখার জন্য আমরা অনেকেই আশেপাশে যার কাছে যা শুনি তাই ব্যবহার করে থাকি। এবার পেঁয়াজের রস ব্যবহার করে দেখুন উপকার পাবেন। পেঁয়াজে জীবাণুনাশক উপাদান থাকে। যা চুলকে ভাল রাখে, চুলের স্বাস্থ্য ঠিক রাখে এবং বিভিন্ন সমস্যা সমাধান করে থাকে। আমি নিজে পেঁয়াজের রস ব্যবহার করে ভালো ফল পেয়েছি। তবে পেয়াজের রসে অনেকের অ্যালার্জি হয়ে থাকে তাই ব্যবহারের পূর্বে সতর্কতা অবলম্বন করা উচিত।

*টিপস* পেঁয়াজের রস সপ্তাহে ১বার বা মাসে ৩বার ব্যবহার করলে ভালো উপকার পাবেন।

আরও পড়ুন থানকুনি পাতা চাষের উপকারিতা

লেখক/সম্পাদক: অবদানকারী পৃষ্ঠাটি পড়ুন

বিজ্ঞাপন



আমাদের ফেসবুক পেজ @NURStudioBD

ইংরেজি ভাষায় আমাদের লাইফস্টাইল ব্লগটি ঘুরে আসুন AUHStyle – It’s A Coeval Lifestyle

লেখাটি আপনি ভিডিও আকারে দেখতে পারেন – চুলের যত্নে পেঁয়াজ ও ব্যবহার বিধি


আরও একটি সম্পর্কিত পোস্ট পড়ুন চুলের যত্নে পেঁয়াজ

আরও একটি সম্পর্কিত পোস্ট পড়ুন চুলের যত্নে পেঁয়াজের রস