NurStudio

রন্ধন~সুস্থতা~সুন্দরতা~জীবন-বৈচিত্র্য

10th Muharram, ১০ই মহররম, Ashura, Muharram, আশুরা, জীবন ও বৈচিত্র্য, মহররম

১০ই মহররমের ১০টি বিশেষ ঘটনা

১০ই মহররমের ১০টি বিশেষ ঘটনা

১০ই মহররমের ১০টি বিশেষ ঘটনা

পবিত্র মহররম মাস পৃথিবীর জন্মলগ্ন থেকেই নানা ঘটনাপ্রবাহের ঐতিহ্য বহন করে আসছে। আসমান-জমিন সৃষ্টিসহ পৃথিবীতে বহু স্মরণীয় ও যুগান্তকারী ঘটনা ঘটেছে।

মুসলিম ইতিহাসে এ মাসটি বিভিন্ন কারণে মর্যাদায় অধিষ্ঠিত। বিশেষত কারবালার ঘটনার পরিপ্রেক্ষিতে মহররম মাস আরো বেশি স্মরণীয় হয়ে আছে ইতিহাসের পাতায়।

* ১০ই মহররম, এই দিনে আল্লাহ এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই দিনে কেয়ামত সংঘটিত হবে বলে ধারনা করা হয়।

* এই দিনে নিষিদ্ধ ফল খাওয়ার কারণে আদম (আ:)কে দুনিয়াতে পাঠানো হয়।

আরও পড়ুন  শবে বরাতে করণীয় ও বর্জনীয়

* দীর্ঘ মহাপ্লাবন শেষে নূহ(আঃ)কে মুক্তি দেওয়া হয়।

* অত্যাচারী বাদশা নমরূদ, ইব্রাহিম (আঃ)কে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, ঐ অগ্নিকুণ্ড থেকে দীর্ঘ ৪০দিন পর এইদিনে মুক্তি লাভ করেন।

* নবী আইয়ুব (আঃ) দীর্ঘ ১৮ বছর কঠিন রোগে আক্রান্ত ছিলেন, মহান আল্লাহ রহমতে এইদিনে পূর্ণ সুস্থতা ও সুস্বাস্থ্য লাভ করেন।

* ইউসুফ (আঃ) ছিলেন ইয়াকুবের(আঃ) ১২ সন্তানের একজন, তাকে ১১ ভাই ষড়যন্ত্র করে কুয়াতে ফেলে দেন, আল্লাহ রহমতে এইদিনে বনিকদল তাকে উদ্ধার করে।

* ইউনুস (আঃ) নদী অতিক্রমের সময় নদীতে পরে গেলে তাকে একটি বড়মাছ গিলে ফেলে এরপর মহান আল্লাহ রহমতে ৪০দিন পর এইদিনে মুক্তি পান।

* এই দিনে ফেরাউনের জুলুম থেকে বাঁচতে মুসা (আঃ) সঙ্গীদের নিয়ে নীল নদ পার হয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। আর ফেরাউন তার দলবলসহ নদীতে ডুবে মারা যায়।

আরও পড়ুন  পবিত্র শবেকদর; হাজার রাত-দিনের চেয়ে উত্তম ও পুণ্যময় একটি রাত-দিন

* ঈসা (আ.)-কে তাঁর জাতির লোকেরা যখন হত্যা করার চেষ্টা করে তখন এই দিনে মহান আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নেন।

* ১০ই মহররম, কারবালার মর্মান্তিক বিয়োগান্তক ঘটনা। এই দিনে বর্তমান ইরাকের কারবালা নামক স্থানের প্রান্তরে প্রিয় নবী মোহাম্মদের দৌহিত্র ইমাম হোসাইন (রাঃ) শাহাদৎ বরণ করেন।

বিজ্ঞাপন
আমাদের ফেসবুক পেজ @NURStudioBD
আমাদের লাইফস্টাইল বিষয়ক ইউটিউব চ্যানেল AUHStyle

আরও একটি সম্পর্কিত পোস্ট পড়ুন  যেসব ঐতিহাসিক ঘটনা ঘটেছিলো ১০ মহররমে
আরও একটি সম্পর্কিত পোস্ট পড়ুন  আশুরার দিনে যা যা ঘটেছিল